• ভর্তির শর্তাবলী

ভর্তির শর্তাবলী

    1. শ্রেণিঃ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ।
    2. সময়ঃ ১ থেকে ৩০ জানুয়ারি। (বিশেষ ক্ষেত্রে ২৮ ফ্রেব্রুয়ারি /শিক্ষাবোর্ড নির্ধারিত সময় পর্যন্ত) ।
    3. বয়সঃ সরকার /বোর্ড নির্ধারিত ।
    4. প্রয়োজনীয় কাগজপত্র - *পূর্ববর্তী শ্রেণিতে পাসের সনদপত্র/প্রত্যায়নপত্র *ছাড়পত্র *নম্বরপত্র *৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন কার্ড (প্রযোজ্য ক্ষেত্রে) *জন্ম নিবন্ধন সনদ *পিতা -মাতার এনআইডি কার্ডের কপি *পাসপোর্ট সাইজের ২কপি রঙিন ছবি *চাকুরিজীবী পিতা/মাতার বদলির আদেশ (প্রযোজ্য ক্ষেত্রে) ।
    5. ভর্তির সময় ভর্তি ফিস,সেশন ফিস,ভর্তির মাস পর্যন্ত বেতন পরিশোধ করতে হবে।
    6. সময় মত বিদ্যালয় ও বোর্ডের বিভিন্ন ফিস ও পাওনা পরিশোধ করতে হবে।
    7. নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা এবং নিয়ম - শৃঙ্খলা রক্ষা করা।
    8. ভর্তি ফরমে উল্লিখিত শর্ত ও নিয়মাবলি মেনে নিয়ে অভিভাবক ও শিক্ষার্থী স্বাক্ষর করবেন।
    9. সরকার এবং বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত নির্দেশনা প্রতিপালন।